দীর্ঘদিন ধরে পানীয় জলের সমস্যা, পথ অবরোধ গ্রামবাসীদের

author-image
Harmeet
New Update
দীর্ঘদিন ধরে পানীয় জলের সমস্যা, পথ অবরোধ গ্রামবাসীদের

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ  প্রায় নয় মাস ধরে গ্রামে পানীয় জলের সমস্যা, বিকল হয়ে পড়ে রয়েছে গ্রাম পঞ্চায়েতের পাম্প হাউস। এমনই ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোণা ২ ব্লকের বসনছোড়া গ্রাম পঞ্চায়েতের বৈদ্যনাথপুর গ্রামের। আজ সকাল থেকে ওই গ্রামের মহিলা পুরুষ এমনকি ছোটছোট ছেলেমেয়েরা পানীয়  জলের দাবিতে পথ অবরোধে সামিল হয়েছে। সকাল থেকে চন্দ্রকোণা-পলাশচাবড়ী বাইপাস রাস্তায় অবরোধে সামিল বৈদ্যনাথপুর গ্রামের বাসিন্দারা। হাতে প্লাকার্ড,কলসি-বালতি নিয়ে সকাল থেকে বাইপাস রাস্তা অবরোধে সামিল গ্রামের বাসিন্দারা। এর জেরে সকাল থেকে বাইপাস রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হয়। গ্রামবাসীদের অভিযোগ, দীর্ঘ নয় মাস ধরে তাদের গ্রামে পানীয় জল নেই, পানীয় জলের জন্য তাদের চন্দ্রকোণা পৌরসভা এলাকায় যেতে হয়। পৌর এলাকায় জল নিতে গিয়েও সমস্যায় পড়তে হয়। গ্রামে পঞ্চায়েতের তরফে যে টিউবওয়েল বা মিনি বসানো হয়েছিল তা দীর্ঘদিন ধরেই বিকল হয়ে পড়ে রয়েছে, গ্রামে পানীয় জলের ট্যাপও লাগানো রয়েছে কিন্তু পাম্প হাউস বিকল হয়ে পড়ে থাকায় পানীয় জল সরবরাহ বন্ধ। এর আগেও পানীয় জলের দাবিতে তাদের পথ অবরোধ করতে হয়েছিল তৎকালীন সময়ের বিডিও ঘটনাস্থলে গিয়ে সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিলেও এবং গ্রামবাসীরা প্রশাসনে লিখিত আবেদন জানালেও কোনও সুরাহা হয়নি। যার ফলে নয় মাস পর পানীয় জলের দাবিতে ফের পথ অবরোধে সামিল হতে হয় গ্রামবাসীদের। গ্রামে ৬০ টি পরিবারের বসতি পানীয় জল না মেলায় তীব্র সমস্যায় পড়তে হচ্ছে তাদের।