নিজস্ব সংবাদদাতাঃ কসবায় ভুয়ো ভ্যাকসিন মামলায় হাইকোর্টে কিছুটা স্বস্তি পেল রাজ্য সরকার। বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়ের বেঞ্চ জানিয়েছে যে, ‘এই মুহূর্তে সিবিআই তদন্তের প্রয়োজন নেই। ভবিষ্যতে প্রয়োজন হলে খতিয়ে দেখা যেতে পারে’। রাজ্যের তদন্তে এই মুহূর্তে হস্তক্ষেপ করবে না আদালত’। তিনি আরও বলেন, ‘এই ধরনের অপরাধ বিরল। এটা অত্যন্ত আশ্চর্যের ব্যাপার যে কীভাবে দেবাঞ্জন এই ঘটনা ঘটালো’।সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে’।