প্রথম বার শারীরিক সম্পর্কের আগে কী মাথায় রাখবেন?

কাউকে ভালোবাসলে, সম্পর্ক তৈরি হলে তাঁর সঙ্গে শারীরিক সম্পর্ক তৈরি হওয়াটাও খুবই স্বাভাবিক। এটি প্রেমের-সম্পর্কের অন্যতম সুন্দর একটা অধ্যায়। বিশেষজ্ঞরা বলেন, এতে সম্পর্ক অনেক বেশি গভীর ও বিশ্বাসযোগ্য হয়ে ওঠে। নিবিড় হয়ে ওঠে একে অপরের প্রতি টান।

author-image
New Update
love 2

physical relationship

নিজস্ব সংবাদদাতা: যৌনতা এবং যৌনজীবন কোনও নিষিদ্ধ বিষয় নয়। সুস্থ ভাবে যৌনতার (physical relationship)কথা আলোচনা করলে তাতে কোনও অসুবিধা নেই। যৌনতা নিয়ে অকপট হওয়া জরুরি। তাতে মনের গোপনে থাকা দোলাচল কাটবে। প্রথম বার শারীরিক সম্পর্কে লিপ্ত হওয়ার সময় অনেকেই কন্ডোম ব্যবহার করতে চান না। দু'জনেই যদি না চান, এবং তার ফল কী কী হতে পারে, সে বিষয়ে সচেতন থাকেন, তা হলে অসুবিধা নেই। কিন্তু তেমনটি না হলে কন্ডোম ব্যবহার করাই ভালো।এই শারীরিক সম্পর্ক এবং তার পরে ভবিষ্যৎ কেমন হবে, তা নিয়ে অনেকেই আগে আলোচনা করেন না। তার ফলে পরবর্তী কালে নানা রকমের জটিলতা দেখা দেয়। অনেক সময়েই দেখা যায়, শারীরিক সম্পর্ক এবং তার পরবর্তী জীবন সম্পর্কে দু'জনের আলাদা আলাদা চাহিদা রয়েছে। সেই জটিলতা এড়িয়ে চলতে আগেই আলোচনা করে নিন।