প্রাইমার অবশ্যই কিনবেন

ত্বক যত মসৃণ হবে, মেকআপ তত ভাল বসবে। তাই প্রাইমার অবশ্যই কিনবেন। ‘ম্যাক’, ‘ক্রাইলন’, ‘ববি ব্রাউন’, ‘স্ম্যাশবক্স’-এর মতো দামি প্রসাধনী না কিনে ‘কালারবার’, ‘নায়কা’, ‘সুগার’, ‘ল্যাকমে’র মতো তুলনায় কম দামের প্রাইমার বেছে নিতে পারেন।

ফাউন্ডেশন নিজের ত্বকের রঙের সঙ্গে মানিয়ে কিনতে হয়

ফাউন্ডেশন নিজের ত্বকের রঙের সঙ্গে মানিয়ে কিনতে হয়। কিন্তু ‘স্টিক’ কিনবেন না ‘লিক্যুইড’ না ‘পাউডার’, তা নির্ভর করবে আপনার ত্বকের ধরনের উপর। মেকআপ করার অভ্যাস না থাকলে তরল ফাউন্ডেশন কিনুন। ‘ল্যাকমে’, ‘সুগার’, ‘মেবিলিন’ ব্যবহার করে দেখতেই পারেন।

খুঁত ঢাকতে গেলে কনসিলার রাখুন

মুখের খুঁত ঢাকতে গেলে কনসিলার রাখুন। তবে কাঁচা হাতে পেনসিল কনসিলার মিলিয়ে দিতে সমস্যা হতে পারে। সে ক্ষেত্রে লিক্যুইড বা ক্রিম কনসিলার কিনুন। ‘মেবিলিন’, ‘নায়কা’, ‘ফেসেস কানাডা’র মতো সংস্থার প্রসাধনী ব্যবহার করে দেখতে পারেন।