নিজস্ব সংবাদদাতা: তাপপ্রবাহে (Heatwave) দুর্বিসহ অবস্থা সাধারণ মানুষের। তাপদাহে হিট স্ট্রোকের ঝুঁকি বাড়ছে। তাপ থেকে ফুসকুড়ি (Heat Rash) হতে পারে। অ্যাকিউট সানবার্ন (Sunburn) হলে আরো বেশি সমস্যা। ফাঙ্গাল ইনফেকশন থেকেও ফুসকুড়ি হতে পারে। এই অবস্থায় হাইপারটেনশন, ডায়াবেটিস, কিডনির রোগ থাকলে বিপদের ঝুঁকি বেশি।