পয়লা বৈশাখে তীব্র তাপপ্রবাহ, হার্ট-পাকস্থলীর সমস্যার সঙ্গে হবে ভাইরাল ইনফেকশনও

তাপপ্রবাহে দুর্বিসহ অবস্থা সাধারণ মানুষের। তাপদাহে হিট স্ট্রোকের ঝুঁকি বাড়ছে।

author-image
Anusmita Bhattacharya
New Update
summergirl

প্রতীকী ছবি

নিজস্ব সংবাদদাতা: তাপপ্রবাহে (Heatwave) দুর্বিসহ অবস্থা সাধারণ মানুষের। তাপদাহে হিট স্ট্রোকের ঝুঁকি বাড়ছে। তাপ থেকে ফুসকুড়ি (Heat Rash) হতে পারে। অ্যাকিউট সানবার্ন (Sunburn) হলে আরো বেশি সমস্যা। ফাঙ্গাল ইনফেকশন থেকেও ফুসকুড়ি হতে পারে। এই অবস্থায় হাইপারটেনশন, ডায়াবেটিস, কিডনির রোগ থাকলে বিপদের ঝুঁকি বেশি।