নিজস্ব সংবাদদাতা: ২০২৩ সালের প্রথম সূর্যগ্রহণ (Solar Eclipse) হবে আগামী ২০ এপ্রিল অর্থাৎ বৃহস্পতিবার। এই দিনটিতে বৈশাখ মাসের (Baisakhi Amavasya) অমাবস্যাও পড়েছে। গ্রহণকালে গর্ভবতী মহিলাদের (Pregnancy) কিছু নিয়ম মানতেই হয়। সূর্যগ্রহণের সময় সূর্য থেকে বিপজ্জনক UV রশ্মি অর্থাৎ অতি বেগুনি রশ্মি (Ultra Violet Ray) নির্গত হয় যা গর্ভবতী মহিলা এবং তাঁর গর্ভস্থ সন্তানের ওপর ক্ষতিকারক প্রভাব ফেলতে পারে। সূর্যগ্রহণের শুরু থেকে শেষ পর্যন্ত বাইরে বেরোবেন না।