হিটস্ট্রোকে আক্রান্ত হতে পারেন যখন তখন! দ্রুত করুন এই কাজটা

গরমে বাড়ে হিটস্ট্রোকের ঝুঁকি। বিশেষজ্ঞদের মতে, শরীরের তাপমাত্রা হঠাৎই বেড়ে গেলে তা হিটস্ট্রোক হয়ে যায়।

author-image
Anusmita Bhattacharya
New Update
summergirl

প্রতীকী ছবি

নিজস্ব সংবাদদাতা: গরমে বাড়ে হিটস্ট্রোকের (Heat Stroke) ঝুঁকি। বিশেষজ্ঞদের মতে, শরীরের তাপমাত্রা (Body Temperature) হঠাৎই বেড়ে গেলে তা হিটস্ট্রোক হয়ে যায়। দ্রুত চিকিৎসা শুরু না হলে মস্তিষ্ক, হৃদপিণ্ড, কিডনি ও শরীরের নানা অঙ্গে তার প্রভাব পড়তে পারে। মৃত্যু পর্যন্ত হতে পারে। রোগীর শরীর ঠাণ্ডা করার ব্যবস্থা করতে হবে। রোগীর বগল, কুঁচকি, ঘাড়সহ নানা স্থান ভেজা তোয়ালে দিয়ে বারবার মুছতে হবে। রোগীর জ্ঞান থাকলে জল, ডাবের জল, ফলের শরবত অথবা খাবার স্যালাইন পান করান।