নিজস্ব সংবাদদাতা : একেই গরম তার ওপর ছিঁটে ফোটাও বৃষ্টি নেই। এরকম পরিস্থিতিতে সহজেই ঘিরে ধরে ক্লান্তি। এমনকি, এই ক্লান্তিই বাদ সাধে বিছানাতেও। যার জেরে তৃপ্ত করা যায় না সঙ্গীকে। গ্রীষ্মকালেও ভরপুর যৌন উদ্দীপনা বজায় রাখতে রোজ একবাটি দই খান। ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি ৪০টি পুরুষ এবং ৪০টি মহিলা ইঁদুরের উপর একটি গবেষণা চালিয়েছিল। এদের মধ্যে অর্ধেককে খাওয়ানো হয়েছিল জাঙ্ক ফুড। বাকিদের দেওয়া হয়েছিল নির্দিষ্ট পরিমাণে ভ্যানিলা দই। যে ফলাফল আসে তাতে অবাক হয়ে যান গবেষকরা। দেখা যায় ইঁদুরগুলির অণ্ডকোষ ১৫ শতাংশ বেশি ভারি। নেপথ্যে রয়েছে প্রোবায়োটিক যৌগ।এছাড়াও বেশি কিছু পরীক্ষায় দেখা গিয়েছে,প্রতিদিন দই খাওয়ায় পুরুষ এবং মহিলাদের যৌন চাহিদা এবং উর্বরতা শক্তির বিস্ময়কর উন্নতি হয়েছে। প্রতিদিনের ডায়েটে দই শুধু পুরুষদের যৌন উত্তেজনা বৃদ্ধি করে তাই নয়, শুক্রাণুর গুণমান উন্নত করতেও সাহায্য করে। ভ্যানিলা দই মেজাজ ভালো রাখে।