উৎক্ষেপণের আগের মুহূর্ত! চরম ব্যস্ততা শ্রীহরিকোটায় , দেখুন ভিডিও

চূড়ান্ত ব্যস্ততা। উদ্বেগ। অপেক্ষা। কয়েক মিনিট মাত্র বাকি। তারপরেই আদিত্য সূর্যে যাবে। বিজ্ঞানীরাও অপেক্ষায়। নতুন তথ্য। অজানা সূর্যকে জানা যাবে। খুলে যাবে নতুন দিক।

author-image
Pallabi Sanyal
New Update
11111111

নিজস্ব সংবাদদাতা : আর মাত্র কয়েক মিনিট। চোখের পলক ফেলারও এখন সময় নেই ইসরোর বিজ্ঞানীদের। সূর্যের দেশে পাড়ি দেবে আদিত্য এল ১। পিএসএলভি রকেটে চেপে সূর্যে পাড়ি দেওয়ার সেই ঐতিহাসিক মুহূর্ত সামনেই। মহাকাশযানটি ল্যাগ্রাঞ্জিয়ান পয়েন্টের চারপাশে স্থাপন করা হবে। উৎক্ষেপণের আগে সতীশ ধাওয়ান স্পেস সেন্টার (SDSC) SHAR, শ্রীহরিকোটার মিশন নিয়ন্ত্রণ কেন্দ্রের ছবিটা কেমন? রইল ভিডিও।