নিজস্ব সংবাদদাতা : আর মাত্র কয়েক মিনিট। চোখের পলক ফেলারও এখন সময় নেই ইসরোর বিজ্ঞানীদের। সূর্যের দেশে পাড়ি দেবে আদিত্য এল ১। পিএসএলভি রকেটে চেপে সূর্যে পাড়ি দেওয়ার সেই ঐতিহাসিক মুহূর্ত সামনেই। মহাকাশযানটি ল্যাগ্রাঞ্জিয়ান পয়েন্টের চারপাশে স্থাপন করা হবে। উৎক্ষেপণের আগে সতীশ ধাওয়ান স্পেস সেন্টার (SDSC) SHAR, শ্রীহরিকোটার মিশন নিয়ন্ত্রণ কেন্দ্রের ছবিটা কেমন? রইল ভিডিও।