নিজস্ব সংবাদদাতা : সময় এগিয়ে আসছে। শ্রীহরিকোটা থেকে সূর্যের দেশে পাড়ি দেবে ইসরোর সৌরযান। নয়া ইতিহাস রচনার পথে ভারত। তাকিয়ে গোটা দেশবাসী। সূর্যের দেশে সৌরযান আদিত্য এল ১-এর কাজ হবে পর্যবেক্ষণ। দিল্লির জওহরলাল নেহরু প্ল্যানেটেরিয়াম এর প্রোগ্রামিং ম্যানেজার প্রেরণা চন্দ্র জানিয়েছেন, "অন্যান্য দেশের মহাকাশ সংস্থাগুলি ইতিমধ্যেই সূর্যের উপর পর্যবেক্ষণ করেছে। ভারতের কোনও সূর্য মানমন্দির নেই। আদিত্য এল ১-এর সাথে ভারতও সূর্যের উপর পর্যবেক্ষণ করবে। যা আমাদের মহাকাশ আবহাওয়া এবং আসন্ন মহাকাশ মিশন বুঝতে সাহায্য করবে।"