পর্যবেক্ষকের ভূমিকায় আদিত্য এল ১!

অজানার সন্ধানে ইসরো। চাঁদের পর সূর্য। কিছুক্ষণ পরেই রওনা হবে ইসরোর সৌরযান। চাঁদের অজানা দিক উন্মোচিত হচ্ছে। এবার পালা সূর্যের। সূর্যের দেশে আবহাওয়া কেমন? কি কি রয়েছে সেখানে? সব তথ্যের জন্য মুখিয়ে রয়েছে দেশবাসী।

author-image
Pallabi Sanyal
New Update
1234

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা : সময় এগিয়ে আসছে। শ্রীহরিকোটা থেকে সূর্যের দেশে পাড়ি দেবে ইসরোর সৌরযান। নয়া ইতিহাস রচনার পথে ভারত। তাকিয়ে গোটা দেশবাসী। সূর্যের দেশে সৌরযান আদিত্য এল ১-এর কাজ হবে পর্যবেক্ষণ। দিল্লির জওহরলাল নেহরু প্ল্যানেটেরিয়াম এর প্রোগ্রামিং ম্যানেজার প্রেরণা চন্দ্র জানিয়েছেন, "অন্যান্য দেশের মহাকাশ সংস্থাগুলি ইতিমধ্যেই সূর্যের উপর পর্যবেক্ষণ করেছে। ভারতের কোনও সূর্য মানমন্দির নেই। আদিত্য এল ১-এর সাথে ভারতও সূর্যের উপর পর্যবেক্ষণ করবে। যা আমাদের মহাকাশ আবহাওয়া এবং আসন্ন মহাকাশ মিশন বুঝতে সাহায্য করবে।"