New Update
/anm-bengali/media/post_banners/lPyFh3RWF1H3JLeWc5lu.jpg)
​নিজস্ব সংবাদদাতাঃ মেঘের জলপ্রপাত! এমন স্বর্গীয় সৌন্দর্য চাক্ষুষ করেছেন কখনও? না দেখে থাকলে সেই সুযোগ করে দিয়েছেন শিল্পপতি হর্ষ গোয়েঙ্কা। মিজোরামের রাজধানী আইজলের এক অপূর্ব দৃশ্য টুইটারে শেয়ার করেছেন তিনি। সেখানে দেখা গিয়েছে, পাহাড়ের ঢাল বেয়ে জলের ধারার মতো নেমে আসছে মেঘেদের স্রোত। ইতিমধ্যেই ১৯ হাজারের বেশি ভিউ হয়েছে এমন সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যের ভিডিয়ো। প্রাথমিক ভাবে এই ভিডিয়ো অবশ্য টুইটারে শেয়ার করেছিল ‘দ্য বেটার ইন্ডিয়া’ নামের একটি পেজ। পরে সেটিই রিটুইট করেন হর্ষ গোয়েঙ্কা। জানা গিয়েছে, এমন মনোমুগ্ধকর মুহূর্ত ক্যামেরা বন্দি করেছেন Simon Jaeger এক ব্যক্তি।
আরও খবরঃ
https://anmnews.in/Home/GetNewsDetails?p=9640​
For more details visit www.anmnews.in
Follow us at https://www.facebook.com/newsanm
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us