সামাজিক সচেতনা বাড়াচ্ছে এই খুদে, দেখুন

author-image
Harmeet
New Update
সামাজিক সচেতনা বাড়াচ্ছে এই খুদে, দেখুন

​নিজস্ব সংবাদদাতাঃ গত কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল মানালির ছবি। হিমাচলপ্রদেশের এই পর্যটন কেন্দ্রে ভিড় জমিয়েছেন অসংখ্য পর্যটক। করোনা আবহে সামাজিক দূরত্ববিধি মেনে চলার বালাই নেই। অনেকের মুখে মাস্কও নেই। যেদিকে তাকানো যাচ্ছে সেদিকে কেবল মানুষের ভিড়। মানালির পরিস্থিতি নিয়ে এর মধ্যেই সোশ্যাল মিডিয়া ছয়লাপ হয়েছে মিম- এ। স্বভাবতই এই দায়িত্বজ্ঞানহীন পর্যটকদের এ হেন আচরণে ক্ষুব্ধ নেটিজ়েনদের একাংশ। তবে এই সবকিছুর মধ্যে নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে আর একটি ভিডিয়ো। সেখানে সকলের নজর কেড়েছে এক বাচ্চা ছেলে। ভিডিয়োতে দেখা গিয়েছে, ওই বাচ্চা ছেলেটি মাস্ক পরে রয়েছে। হাতে প্লাস্টিকের লাঠি জাতীয় একটা জিনিস। পথচলতি সকলকেই মাস্ক পরতে বলছে সে। ভিডিয়োতে এও দেখা গিয়েছে যে পথচলতি বেশিরভাগ মানুষের মুখেই মাস্ক নেই। ছোট থেকে বড়, বেশিরভাগই নিয়ম মানেননি। আর যাঁদের মুখেই মাস্ক নেই, তাঁদের দাঁড় করিয়ে ওই বাচ্চা ছেলেটি জিজ্ঞেস করছে ‘মাস্ক কোথায়? মাস্ক পরো’ গত ৬ জুলাই ইনস্টাগ্রামের পাশাপাশি অন্যান্য সোশ্যাল মিডিয়া মাধ্যমেও ভাইরাল হয়েছে এই ভিডিয়ো। এর মধ্যেই ভিউ হয়েছে ১.৬ মিলিয়নের বেশি।



আরও খবরঃ 

https://anmnews.in/Home/GetNewsDetails?p=9623


For more details visit www.anmnews.in
Follow us at https://www.facebook.com/newsanm