New Update
/anm-bengali/media/post_banners/hJPvAAKl0FhEbDOC2Aea.jpg)
​নিজস্ব সংবাদদাতাঃ দিন দুয়েক আগেই হাড়হিম করা এক নৃশংস ঘটনার সাক্ষী হয়েছে গোটা দেশ। ভাইরাল ভিডিয়োতে দেখা গিয়েছে এক কালো রঙের ল্যাব্রাডরকে বাঁশ দিয়ে মারছে তিন যুবক। বাঁচার জন্য তাঁর কাতর আর্তি, ছটফট। কিন্তু না, শেষরক্ষা হয়নি। মারা গিয়েছে সে। ঘটনার ভিডিয়ো নেটনাধ্যমে ভাইরাল হতেই প্রতিবাদের সরব হয়েছেন সেলেব থেকে সাধারণ। ‘অমানবিক’, নৃশংস’, ‘পাশবিক’… সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড উঠেছে #জাস্টিস ফর ব্রুনো।
কেরালার ঘটনা এটি। ব্রুনোর যখন এক বছর তখন উপকূলবর্তী এক পরিবারে এসেছিল সে। অংশ হয়ে গিয়েছিল পরিবারেরই। ব্রুনো যে বাড়ির সদস্য ছিল সেই পরিবার সূত্রে জানা গিয়েছে, সমুদ্রের ধারে মাঝে মধ্যেই আসত সে। দুপুরের মধ্যে ফিরেও যেত। কিন্তু গত সোমবার তেমনটা না হওয়ায় ব্রুনোর খোঁজ করতে গিয়ে দেখা যায় ততক্ষণে সব শেষ। মাছ ধরার নৌকোয় এক হুকে ঝুলছে তার নিথর দেহটি।
আরও খবরঃ
https://anmnews.in/Home/GetNewsDetails?p=8090​
For more details visit www.anmnews.in
Follow us at https://www.facebook.com/newsanm
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us