নিউজ ডেস্ক, মেদিনীপুর: সারা রাজ্যের সঙ্গে বুধবার পশ্চিম মেদিনীপুর জেলাতেও যথাযথ মর্যাদায় উদযাপন করা হল হুল দিবস। জেলার মূল অনুষ্ঠানটি হয় মেদিনীপুর জেলা পরিষদ হলে। এদিন পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনের উদ্যোগে শহীদ স্মৃতি সদনে হুল দিবস উদযাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের জলসম্পদ উন্নয়ন ও অনুসন্ধান দপ্তরের মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া, জেলাশাসক রেশমি কোমল, জেলা পুলিশ সুপার দিনেশ কুমার, ক্ষুদ্র ও মাঝারি শিল্প দপ্তর এর প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাতো, বিধায়ক অজিত মাইতি, উত্তরা সিংহ হাজরা, দিনেন রায় সহ অন্যান্য বিধায়ক এবং আদিবাসী সম্প্রদায়ভুক্ত মানুষেরা। বক্তারা বক্তব্য রাখতে গিয়ে ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলনে তৎকালীন সময়ে সাঁওতাল বিদ্রোহের মূল নায়ক সিধু কানু মুর্মু কয়েক হাজার আদিবাসী মানুষদের ভূমিকার কথা তুলে ধরেন। পাশাপাশি বর্তমান সময়ে আদিবাসী সমেত পিছিয়ে পড়া বিভিন্ন জনজাতির মানুষদের উন্নয়নে রাজ্য সরকারের উন্নয়নমুখী নানা প্রকল্পের কথা তুলে ধরে বক্তব্য রাখেন। এছাড়াও জেলার বিভিন্ন ব্লকেও যথাযথ মর্যাদায় হুল দিবস উদযাপন করা হয় বিভিন্ন আদিবাসী সংগঠনের পক্ষ থেকে। শালবনির ভীমপুর অঞ্চলের সিধু কানু মুর্মু র পূর্ণাবয়ব মূর্তিতে মাল্যদান এর মধ্য দিয়ে দিনটি উদযাপন করেন স্থানীয় আদিবাসী অধ্যুষিত মানুষেরা। ভীমপুর অঞ্চলের তৃণমূলের পক্ষ থেকেও স্থানীয় আদিবাসী সংগঠনের সঙ্গে মিলিত হয় উদযাপন করা হয় হুল দিবস। এখানে উপস্থিত ছিলেন সালবনি ব্লক তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি সনৎ মাহাতো সহ আদিবাসী সংগঠনের নেতৃত্বগন।