হরি ঘোষ, দুর্গাপুর: সম্মানজনক বেতন চুক্তি সহ শ্রমিকদের বেশ কয়েক দফা দাবির সমর্থনে চলতি মাসের ৯ তারিখে সেলের ধর্মঘট থেকে সরে দাঁড়ায় তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি ও কংগ্রেসের সংগঠন আই এন টি ইউ সি। আজ বনধের বিরুদ্ধে দুর্গাপুর ইস্পাত কারখানার মেইন গেটের কাছে বিক্ষোভে সামিল হোন আইএনটিটিইউসি কর্মী-সমর্থকরা। ধর্মঘটে শামিল না হওয়া শ্রমিক বিরোধী বলে কটাক্ষ বাম সংগঠনের।
চলতি মাসের ৯তারিখে বামপন্থী ট্রেড ইউনিয়ন,বিএমএস,আই.এন.টি.টি.ইউ.সি ও আই.এন.টি.ইউ.সি ও এইচ.এম.এসকে নিয়ে সেলের সবকটি ইউনিটে একটি যৌথ সংগ্রাম কমিটি তৈরী করা হয়।যে কমিটি একসাথে বসে বুধবার দেশব্যাপী সেলের সবকটা ইউনিটে ধর্মঘটের সর্বসম্মত সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু মঙ্গলবার রাতে তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আই.এন.টি.টি.ইউ.সি নেতৃত্ব একসাথে বসে এই ধর্মঘটের রাস্তা থেকে সরে আসার সিদ্ধান্ত নেই, একই পথে হাটে আই.এন.টি.ইউ.সি নেতৃত্ব। তৃণমূল সংগঠনের নেতা জয়ন্ত রক্ষিত জানান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনোরকম বনধ ধর্মঘটের বিরোধী,তাই শ্রম দিবস নষ্ট করে দিয়ে এই ধরণের কাজ সমর্থন যোগ্য নয়। তবে শ্রমিক স্বার্থে দাবিগুলির প্রতি তাদের পূর্ণ সমর্থন আছে।সেলের স্থায়ী ও ঠিকা শ্রমিকদের সন্মানজনক বেতন চুক্তি সহ বেশ কয়েকদফা দাবীর সমর্থনে নেতৃত্ব।
সংগঠনের নেতা বিশ্বরূপ ব্যানার্জীর দাবী, দুর্গাপুর ইস্পাত কারখানা কর্তৃপক্ষ তাদেরকে ফোন করে বেশ কয়েকটি বিভাগের জন্য লোক দেওয়ার অনুরোধ করছেন। তবে শেষ মুহূর্তে যারা ধর্মঘটের রাস্তা থেকে সরে গেল তারা শ্রমিকদের স্বার্থের বিরুদ্ধে গিয়ে কাজ করল। এই ধর্মঘট সফল, শ্রমিকরা ভালো সাড়া দিয়েছেন। বুধবার সকাল থেকে দুর্গাপুর ইস্পাত নগরীর এজোনের কনিস্ক সেকেন্ডারি মোড়ের পাশাপাশি দুর্গাপুর ইস্পাত কারখানার গেটের সামনে কোনোরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রচুর পুলিশ মোতায়ন করা হয়েছিল।