হরি ঘোষ, জামুড়িয়া: ২৪ ঘন্টার মধ্যে বিদ্যুৎ থাকে মাত্র সাত থেকে আট ঘণ্টা। এই মহামারী পরিস্থিতিতে বিদ্যুৎ না থাকার জন্য তারা চরম সংকটে রয়েছেন মানুষ। প্রশাসনকে বারবার বলেও কোনও লাভ হয় না। তাই সঠিক বিদ্যুৎ পরিষেবার দাবিতে জামুড়িয়ার ইসিএল এর পানিহাটি ওয়ার্কশপ ঘেরাও করে বিক্ষোভ দেখালেন জামুড়িয়া দুই নম্বর পাড়ার বাসিন্দারা।
বিক্ষোভরত স্থানীয় বাসিন্দাদের দাবি তারা রাজ্য সরকারের বিদ্যুৎ পরিষেবা পান না। ই সি এল এর বিদ্যুতের উপর তাদের নির্ভর করতে হয়। কিন্তু প্রতি মুহূর্তে লোডশেডিং হয়ে যায়। সন্ধ্যার পর লোডশেডিং এর মাত্রা বেড়ে যায়। এরকম হলে বাচ্চাদের যেমন পড়াশোনার অসুবিধা হয় তেমনি বয়স্কদের খুবই সমস্যা হয়ে থাকে। দীর্ঘদিন ধরে তারা প্রতিবাদ জানালেও ইসিএল কর্তৃপক্ষ কোনও সমাধান করেনি। ফলে বাধ্য হয়েই তারা বিক্ষোভ করছেন। যদিও এই বিষয় নিয়ে পানিহাটি ওয়ার্কশপের কোনও আধিকারিকের বক্তব্য পাওয়া যায়নি।