/anm-bengali/media/post_banners/IFrRIEs3EgzOCgH8EX1y.jpg)
নিউজ ডেস্ক, পূর্ব মেদিনীপুরঃ দলবিরোধী কাজের অভিযোগে দল থেকে বহিষ্কৃত করা হলেও তা মানতে নারাজ ব্লক তৃণমূলের সহ সভাপতি তথা উপপ্রধান অপরেশ সাঁতরা। পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর ২ নং ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দল বিরোধী কাজের জন্য সাংবাদিক বৈঠক ডেকে দল থেকে বহিষ্কার করা হয় আড়গোয়াল অঞ্চলের উপ প্রধান তথা তৃণমূল নেতা অপরেশ সাঁতরাকে। তবে তা মানতে নারাজ অপরেশবাবু। তৃণমূলের ঘোষণার চব্বিশ ঘন্টার মধ্যেই পাল্টা সাংবাদিক সম্মেলন করে অপরেশ সাঁতরা। তিনি বলেন রাজ্য নেতৃত্বের কোনো লিখিত অভিযোগ বা বহিষ্কারের কথা এখনও আসেনি তাঁর কাছে। তাই পটাশপুর ব্লকের বিধায়ক সহ দলের নেতাদের মৌখিক এই সিদ্ধান্তকে মানতে নারাজ অপরেশ সাঁতরা এবং ওই অঞ্চলের গ্রাম প্রধানের বিরুদ্ধে ক্ষোভ উগরে বিক্ষোভ দেখালো তৃণমূল কর্মী সমর্থকরা ।
​
আরও খবরঃ https://anmnews.in/Home/GetNewsDetails?p=6054 / https://anmnews.in/Home/GetNewsDetails?p=6053
For more details visit www.anmnews.in
Follow us at https://www.facebook.com/newsanm
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us