ওভারটেক করতে গিয়ে দুর্ঘটনা, মুখোমুখি সংঘর্ষ লরি ও মারুতির

author-image
Harmeet
New Update
ওভারটেক করতে গিয়ে দুর্ঘটনা, মুখোমুখি সংঘর্ষ লরি ও মারুতির

নিজস্ব সংবাদদাতা : ঝাড়গ্রাম- লোধাশুলি- গড়বেতা -শালবনির মাঝে লরি ও মারুতির মুখোমুখি সংঘর্ষ। আহত হন মারুতির ড্রাইভার। রবিবার সকালে ঝাড়গ্রাম থেকে শালবনি যাওয়ার রাস্তায় মারুতি ও লরির মুখোমুখি সংঘর্ষে অল্পের জন্য প্রাণে  রক্ষা পেলেন মারুতি ভ্যানের ড্রাইভার। 



স্থানীয় সূত্রে জানা যায়, ঝাড়গাম থেকে যাচ্ছিল মারুতি ভ্যান এবং লোধাশুলির দিক থেকে পেপার মিলের মাল বোঝাই গাড়িটি আসছিলো। সেই সময় দ্রুতগতিতে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপরে উল্টে যায় লরিটি। তার পরেই ঘটে বিপত্তি। সজোরে গিয়ে ধাক্কা মারে মারুতিকে। অল্পের জন্য বাঁচে মারুতিতে থাকা ড্রাইভার এবং প্যাসেঞ্জার। স্থানীয়দের দাবি, রাস্তা সারাই হলেও স্পঞ্জ আয়রন কারখানার মাল বোঝাই গাড়ির দৌরাত্ম্য বাড়ার ফলেই দুর্ঘটনার ঘটনা বেড়েই চলেছে। সমস্যায় পড়ছেন স্থানীয় সাধারণ মানুষ। ঘটনার ফলে বেশ কিছুক্ষণ যানজটের সৃষ্টি হয় ৫ নম্বর রাজ্য সড়ক অবরুদ্ধ হয়ে যায়। ঘটনাস্থলে পৌঁছায় ঝাড়গ্রাম থানার পুলিশ। তারা পরিস্থিতির সামাল দেয়। ঘন্টাখানেক পরে রাস্তা চলাচলের স্বাভাবিক হয়।