নিজস্ব প্রতিবেদনঃ স্ট্র্যান্ড রোডের বহুতলের বিধ্বংসী আগুন কেড়েছে ৯ জনের প্রাণ। ঘটনায় শোক প্রকাশ করেছেন রাজ্যপাল জগদীপ ধনকর। টুইট করে তিনি জানিয়েছেন, ” মৃতদের মধ্যে রয়েছেন ৪ জন দমকল কর্মী, ২ জন রেলওয়ে কর্মচারী, একজন সহকারী সাব-ইন্সপেক্টর। ঘটনায় আমি মর্মাহত। মৃতদের পরিবারের প্রতি আমার সমবেদনা রইল।”
Saddened by loss of lives due to the fire tragedy in Kolkata.
Condolences to families of the 9 brave deceased-the 4 firefighters, 2 Railways personnel and an Assistant Sub Inspector of Police who have been fighting the fire at the Eastern Railways Strand road office in Kolkata.
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) March 9, 2021
আরও খবরঃ http://anmnews.in/?p=185099 / https://anmnews.in/?p=185102