এএনএম নিউজ ডেস্ক: একাধিক পরিচিতের সঙ্গে কাকা ভাইপো খোশমেজাজে গল্প করছিলো। সেই মুহূর্ত ক্যামেরাবন্দিও করছিলো প্রিন্স নামে এক ভাইপো। আচমকাই তার মদ্যপ কাকা একটি দেশি পিস্তল তুলে প্রিন্সের দিকে গুলি চালাল। ভিডিওতে শোনা গিয়েছে তাঁর লুটিয়ে পড়ার স্বর। মোবাইল ফোনটি প্রিন্সের হাত থেকে পড়ে গেল এবং সেখানেই শেষ ওই তরুণ। মুহূর্তে ভাইরাল হয়ে যায় ভিডিও। ৩০ সেকেন্ডের এমন ভয়ঙ্কর ভিডিও দেখে শিউড়ে উঠছেন সকলে।ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মুজফফরনগরে।ভিডিও ভাইরাল হতেই অবশ্য অপরাধীকে গ্রেফতার করেছে পুলিশ। যদিও সেই মূল অভিযুক্ত কিনা তা এখনও পরিষ্কার নয়। ধৃতের দাবি, সে পরীক্ষা করছিল বন্দুকটি চলে কিনা।
A bizarre killing in west UP’s Muzaffarnagar caught on camera , the 19 yr old man filming died after being shot by his uncle who was reportedly ‘checking out’ a country made pistol during a liquor binge at a tubewell in their village . @muzafarnagarpol say 1 arrested … pic.twitter.com/EZ2GOhGiR4
— Alok Pandey (@alok_pandey) February 26, 2021