এএনএম নিউজ ডেস্ক: সুস্বাদু খাবারের লোভে তিন বছরের মেয়ে যে কী করতে পারে, তা দেখে হেসে গড়িয়ে পড়ল সোশ্যাল মিডিয়া। স্পাইডার ম্যানের মতো পাঁচ ফুট বেয়ে উঠে সে মায়ের লুকোনো খাবার নিয়েই ছাড়ল। যা দেখে এই কথাই মনে হয় যে বাপরে কী ডানপিটে মেয়ে! যার সাহস নিয়ে আলোচনা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। কেউ পক্ষে কথা বলেছেন, কেউ আবার আতঙ্কে সিঁটিয়ে গিয়েছেন।দেখুন একরাত্তির কাণ্ড –
Cutest thing you’ll see all day… pic.twitter.com/TY1nTtt3Bq
— Rex Chapman🏇🏼 (@RexChapman) February 24, 2021