এএনএম নিউজ ডেস্ক: চুল পড়া এখন প্রতিদিনের রুটিন হয়ে দাঁড়িয়েছে? এই সমস্যা আপনার মতোই অধিকাংশের রয়েছে। তবে এর সমাধানের জন্যে আর এদিক-ওদিক ছুটতে হবে না। বাড়ির পাশের পেয়ারা গাছের পাতা তুলে আনুন আর করুন এই কামাল।
কয়েকটি পেয়ারা পাতা জলে ধুয়ে নিয়ে উনুনে বসান। পাতাগুলি ২০ মিনিট ফোটানোর পর নামিয়ে ঠাণ্ডা করে বোতলে ঢেলে নিন। সময় করে মাঝে মাঝেই সেটাকে চুলের গোড়ায় লাগান। রাতে শুতে যাওয়ার আগে এটা লাগিয়ে সকালে ধুয়ে ফেলতে পারেন।
আরো পোস্ট-http://anmnews.in/?p=171402
ANM NEWS WhatsApp Group| এখন দিনের টাটকা তাজা খবর আপনার হাতের কাছে পেতে এই লিঙ্কে ক্লিক করুন— https://chat.whatsapp.com/LnGqZu86Wei9CsNCSPuwBO