এএনএম নিউজ ডেস্কঃ জনপ্রিয় ‘টুম্পা সোনা’ গানে জমিয়ে নাচতে দেখা গেল স্বস্তিকা মুখোপাধ্যায়েকে। সঙ্গে ছিলেন মেয়ে অণ্বেষা-সহ আরও অনেকে। গতকাল কুড়ির গণ্ডি পেরিয়ে একুশে পা দিয়েছেন মেয়ে অণ্বেষা। মেয়ের জন্মদিনের পার্টিতে এভাবেই চুটিয়ে আনন্দ করেছেন অভিনেত্রী। তারই কিছু মূহূর্ত সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন।
View this post on Instagram
এর আগে “টিপ টিপ বরসা পানি”র ছন্দে অঙ্গ দুলিয়ে নাচতে দেখা গিয়েছে স্বস্তিকাকে।
View this post on Instagram
আরও খবরঃ http://anmnews.in/?p=171361 / http://anmnews.in/?p=171365
ANM NEWS WhatsApp Group| এখন দিনের টাটকা তাজা খবর আপনার হাতের কাছে পেতে এই লিঙ্কে ক্লিক করুন— https://chat.whatsapp.com/LnGqZu86Wei9CsNCSPuwBO