এএনএম নিউজ ডেস্ক: ভারতীয় ক্রিকেট দলের ২৭ বছর বয়সি ফাস্ট বোলার মহম্মদ সিরাজ আরব আমিরশাহী থেকে অস্ট্রেলিয়ায় পা রাখার দিন কয়েকের মধ্যেই পিতৃহারা হয়েছিলেন। তবে সেই অবস্থাতেও সিরাজ বাড়ি ফিরতে চাননি। বাবার স্বপ্ন সফল করতে তিনি ভারতীয় ক্রিকেট দলের সঙ্গে অস্ট্রেলিয়াতেই থেকে গিয়েছিলেন। ভারতীয় বোলিং ব্রিগেডকে কার্যত নেতৃত্ব দেন।
দেশের দায়িত্ব পালন করে হায়দরাবাদ বিমান বন্দরে নামার পর আগে বাড়ি ঢোকেননি। সবার আগে তিনি কবরস্থানে বাবার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন।সেখানে দাঁড়িয়ে বাবার জন্যে প্রার্থনাও করেন। সিরাজের বাবা মহম্মদ ঘাউস সবসময় এই স্বপ্নই দেখতেন যে একদিন না একদিন তাঁর ছেলে দেশের হয়ে টেস্ট ক্রিকেট ম্যাচ খেলবে। পেশায় মহম্মদ ঘাউস ছিলেন একজন অটো রিক্সাচালক। আর্থিক অভাব সিরাজের স্বপ্নের পথে কখনও বাধা হয়ে দাঁড়ায়নি। কারণ তিনিও যে ছেলের সঙ্গেই স্বপ্ন দেখতেন।
এখন দিনের টাটকা তাজা খবর আপনার হাতের কাছে পেতে এই লিঙ্কে ক্লিক করুন— https://chat.whatsapp.com/LnGqZu86Wei9CsNCSPuwBO