নিজস্ব প্রতিনিধি : শুভমান গিল ও চেতেশ্বর পূজারার তৈরি করা ভিতের উপর দাঁড়িয়ে ব্রিসবেনে অপরাজিত ৮৯ রানের ইনিংস খেলে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন ঋষভ পন্থ। ম্যাচের নায়ক পন্থকে নিয়ে মজার টুইট করলেন ভারতের প্রাক্তন ওপেনার বীরেন্দ্র শেহবাগ। ব্রিসবেনের নতুন নাম হোক ‘পন্থ নগর’। এমনই টুইট করেন বীরু।অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়ের পর উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের হাসি মুখের ছবি পোস্ট করে টুইট করেন বীরেন্দ্র শেহবাগ। সেই ছবির উপর লেখা, “আজ সে ব্রিসবেন কা নাম পন্থ নগর”
Kyun nahin, @RishabhPant17 .
This series win is the kind of victory which one doesn’t get to see in generations . Nothing else matters.
Is jeet ki khushi saalon tak manayi jaani chahiye . 19 January Fateh . Jai Bharat🇮🇳 pic.twitter.com/ZuIhpI6OJS— Virender Sehwag (@virendersehwag) January 19, 2021
আরও খবরঃ https://anmnews.in/?p=168957