নিজস্ব প্রতিনিধিঃ নীতীশ কুমারের উপরে চাপের খেলা বজায় রাখলেন আরজেডি (RJD) নেতা তেজস্বী যাদব (Tejashwi Yadav)। বৃহস্পতিবার ফের টুইটে তিনি আক্রমণ করলেন বিহারের মুখ্যমন্ত্রীকে। কটাক্ষ করে দাবি করলেন, ১০০-১৫০ মৃতদেহ না গুনলে নাকি ঘুমোতেই পারেন না বর্ষীয়ান জেডিইউ নেতা! রাজ্যে আইনশৃঙ্খলার চরম অবনতি হয়েছে, বলে সম্প্রতি বারবার তোপ দেগেছেন তেজস্বী। সেই সুরই বজায় রাখলেন তিনি। নীতীশকে ‘জঙ্গলরাজের মহারাজা’ বলেও এদিন কটাক্ষ করেন লালুপুত্র।
बिहार की मिलावटी सरकार में कोई सुरक्षित नहीं है। विधायकों और उनके परिजनों पर सरेआम सरेराह गोलियाँ बरसाई जा रही है। जब तक मुख्यमंत्री और दो-दो उपमुख्यमंत्री बिहार में प्रतिदिन 100-150 लाशें नहीं गिन लेते उन्हें नींद नहीं आती।जंगलराज के महाराजा चुप क्यों है।https://t.co/7rvCaYZ82Z
— Tejashwi Yadav (@yadavtejashwi) January 14, 2021
টুইটে তেজস্বী লেখেন, “বিহারের মিলিজুলি সরকারে কেউ নিরাপদে নেই। বিধায়ক ও তাদের আত্মীয়দের উপরে প্রকাশ্যেই গুলির বর্ষণ হচ্ছে। মুখ্যমন্ত্রী ও দু’জন উপমুখ্যমন্ত্রীর ঘুমই আসে না রোজ ১০০-১৫০ মৃতদেহ না গুনলে। জঙ্গলরাজের মহারাজা চুপ কেন?”
আরও খবরঃ http://anmnews.in/?p=166359 / http://anmnews.in/?p=166356
ANM NEWS WhatsApp Group| এখন দিনের টাটকা তাজা খবর আপনার হাতের কাছে পেতে এই লিঙ্কে ক্লিক করুন— https://chat.whatsapp.com/LnGqZu86Wei9CsNCSPuwBO