এএনএম নিউজ ডেস্কঃ ভূতের সিনেমা ১৯২০ দিয়ে বলিউডে যাত্রা শুরু করেন আদাহ শর্মা। কিছু দিনের মধ্যেই তার নামের পাশে হট শব্দটি জুড়ে যায়। বহু সাহসী ছবিতে মাঝেমধ্যেই দেখা যায় তাঁকে। কিন্তু এবার তিনি ক্যামেরার সামনে ধরা দিলেন একেবারে অন্যরূপে। সমুদ্রসৈকতে শাড়ি পরে চাকা ব্যায়াম বা কার্টহুইল করলেন তিনি।
View this post on Instagram
সেই ভিডিও সকলের সঙ্গে শেয়ার করলেন সোশ্যাল মিডিয়ায়। যাতে দেখা যাচ্ছে, হালকা পিঙ্ক শাড়ি ও একটি সিলভার রঙের স্লিভলেস ব্লাউসে রয়েছে তিনি এবং শাড়ি পরেই করলেন কার্টহুইল। অত্যন্ত সাবলীল ভাবেই কার্টহুইল করতে করতে সমুদ্রের দিকে এগিয়ে যেতে দেখা গেল তাঁকে। যা দেখে মুগ্ধ তাঁর অনুগামীরা।
আরও খবরঃ http://anmnews.in/?p=166359 / http://anmnews.in/?p=166356
ANM NEWS WhatsApp Group| এখন দিনের টাটকা তাজা খবর আপনার হাতের কাছে পেতে এই লিঙ্কে ক্লিক করুন— https://chat.whatsapp.com/LnGqZu86Wei9CsNCSPuwBO