এএনএম নিউজ ডেস্কঃ ইউএফও (UFO) বা অজানা উড়ন্ত বস্তু আসলে কী? মহাজাগতিক এই রহস্যের অবসান হয়নি আজও। তার মাঝেই রাতের আকাশে উড়ন্ত নীলচে বস্তু দেখা গেল আমেরিকার হাওয়াই দ্বীপপুঞ্জে। স্থানীয় বাসিন্দাদের দাবি, আকাশে উড়ন্ত নীলচে বস্তুটি দুরন্ত গতিতে জলাশয়ে পড়ার পর হারিয়ে গিয়েছে। কেউ কেউ এই দৃশ্যের ভিডিও করেছেন। আর সেটাই আপাতত নেটদুনিয়ায় ভাইরাল। ওই বস্তুটিকে UFO বলেই দাবি করছেন প্রত্যক্ষদর্শীরা।
#Hawaii | #FAA notified after large blue #UFO seen above #Oahu appeared to drop into ocean. https://t.co/ZZhqXfII8y pic.twitter.com/urrrCsqtrf
— Atlantide (@Atlantide4world) January 1, 2021
আরও খবরঃ http://anmnews.in/?p=166359 / http://anmnews.in/?p=166356
ANM NEWS WhatsApp Group| এখন দিনের টাটকা তাজা খবর আপনার হাতের কাছে পেতে এই লিঙ্কে ক্লিক করুন— https://chat.whatsapp.com/LnGqZu86Wei9CsNCSPuwBO