হরি ঘোষ, জামুড়িয়া: “জীবে প্রেম করে যেইজন, সেইজন সেবিছে ঈশ্বর”। কিন্তু এখানে চরম নৃশংসতার ছাপ। চরম অমানবিকতার দৃশ্য দেখল জামুড়িয়াবাসী।
পথ দুর্ঘটনায় মৃত একটি কুকুরকে মিনিবাসের পিছনে বেঁধে নিয়ে যাওয়া হলো প্রায় চার কিলোমিটার। এই ঘটনায় যথেষ্ট ক্ষোভ স্থানীয়দের। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন পশুপ্রেমী সংগঠনের সদস্যরা। “ভয়েস লেস” নামক পশুপ্রেমী সংগঠনের সভাপতি সৌরভ মুখার্জি জানান, “এই ধরণের অমানবিক দৃশ্য অত্যন্ত নিন্দনীয়”। এর বিরুদ্ধে তারা প্রতিবাদে নেমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। সূত্রের খবর, জামুড়িয়া বাজার থেকে আসানসোল-হরিপুরগামী মিনি বাসটির পিছনে দড়ি দিয়ে বেঁধে রীতিমতো টেনে হিঁচড়ে মৃত কুকুরটিকে নিয়ে যান বাস কর্মীরা। জামুড়িয়া হাট তলার বাসিন্দা শম্ভু আগারওয়ালসহ অনেকেই ঘটনার প্রতিবাদ জানান। মিনি বাসটির গতি বেশি থাকায় মিনিবাসটিকে আটকানো সম্ভব হয়নি বলে স্থানীয়দের একাংশের দাবি।
আরো পোস্ট-http://anmnews.in/?p=166396
ANM NEWS WhatsApp Group| এখন দিনের টাটকা তাজা খবর আপনার হাতের কাছে পেতে এই লিঙ্কে ক্লিক করুন—https://chat.whatsapp.com/LnGqZu86Wei9CsNCSPuwBO