এএনএম নিউজ ডেস্কঃ সবে সবে বাবা হয়েছেন বিরাট কোহলি। বিরুষ্কার মেয়ের জন্মের পর থেকেই তাকে নিয়ে জোর চর্চা শুরু হয়েছে সংবাদমাধ্যমে। এসবের মাঝেই এবার ভবিষ্যতের ভারতীয় মহিলা ক্রিকেট দল ঘোষণা করে দিলেন অমিতাভ বচ্চন। কি অবাক লাগছে তো শুনে!
আসলে, বিরুষ্কার মেয়ের জন্মের পর একটি ট্যুইট করেন অমিতাভ বচ্চন। যেখানে ভারতের ভবিষ্যত মহিলা ক্রিকেট দলে কারা কারা থাকতে পারেন, সে বিষয়ে একটি তালিকা তৈরি করেন তিনি। ওই তালিকায় রয়েছে রায়না, গম্ভীর, রোহতি, শামি, রাহানে, জাদেজা, পূজারা, সাহা, ভাজ্জি, নটরাজন, উমেশ যাদব এবং বিরাটের (Virat Kohli) মেয়ে নাম। পাশাপাশি মহেন্দ্র সিং ধোনির মেয়ে জিভা কি ওই মহিলা ক্রিকেট দলের অধিনায়ক হবে, এমন প্রশ্নও নিজের ট্যুইটে জুড়ে দেন বিগ বি। অমিতাভের ওই ট্যুইট প্রকাশ্যে আসার পরপরই তা ভাইরাল হয়ে যায়।
T 3782 – An input from Ef laksh ~
“… and Dhoni also has daughter .. will she be Captain ? 🙏” pic.twitter.com/KubpvdOzjt
— Amitabh Bachchan (@SrBachchan) January 13, 2021
আরও খবরঃ http://anmnews.in/?p=166359 / http://anmnews.in/?p=166356
ANM NEWS WhatsApp Group| এখন দিনের টাটকা তাজা খবর আপনার হাতের কাছে পেতে এই লিঙ্কে ক্লিক করুন— https://chat.whatsapp.com/LnGqZu86Wei9CsNCSPuwBO