এএনএম নিউজ ডেস্ক: সাপ ধরাই তাদের পেশা। বিষধর সাপকে মুহূর্তেই বশে আনে সাপুড়েরা। তবে সাপ ধরতে গিয়ে এইভাবে বিষধর সাপের সম্মুখীন হয়ে নাকানিচোবানি খেতে হবে এটা হয়তো ভাবে নি। সম্প্রতি একটি ভিডিও দেখে অবাক হয়ে গেছেন নেটিজেনরা।ভিডিওতে দেখা যাচ্ছে জলের উপর একটা গুড়ি পরে আছে। তার পাশে মাথা বিষধর সাপের মাথা চেপে ধরে এক সাপুড়ে বসে আছেন। কিন্তু মুহূর্তের মধ্যে হঠাৎ হাত ফসকে যায় ওই ব্যক্তির। ব্যাস, সুযোগ পেয়েই ফোঁস করে তেড়ে আসে। ওই সাপুড়ে কোনোক্রমে হাত দিয়ে সাপটিকে দূরে সরিয়ে প্রাণে বাঁচেন। তার আচরণ দেখে মনে হচ্ছিলো তিনি যথেষ্ঠ ভয় পেয়েছিলেন। তবে তারপরও তিনি সাপটিকে ছাড়েননি। আবার ধরেন।ঘটনাটি ঘটেছে কেরালার শিবামনগা জেলায়। ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই ভাইরাল হয়ে যায়।
#WATCH | A reptile expert narrowly escapes being bitten by a Cobra snake while trying to catch the animal
Shivamogga, #Karnataka pic.twitter.com/czTc7Zv7pu
— ANI (@ANI) January 12, 2021