এএনএম নিউজ ডেস্ক: সীতাকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় প্রয়াগরাজ থেকে অযোধ্যার সাধু-সন্ন্যাসীদের একটা বড় অংশ প্রতিবাদ শুরু করে দিয়েছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে।মহন্ত পরমহংস জানালেন, তদন্ত না হলে, ওই সাংসদের মাথা যিনি কাটবেন তাকে ৫ কোটি টাকা তিনি দেবেন।সস্তার রাজনীতির জন্য দেবতাদের নাম বদনাম করা হচ্ছে। এর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া উচিত। অপরদিকে, অনশন শুরু করেছেন আরেক সাধু। যদিও এই বিষয়ে কল্যাণ এখনও কোনও মুখ খোলেননি। উল্লেখ্য, দলীয় সভায় কল্যাণ বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেন, “সীতা রামের কাছে গিয়ে বলেছিলেন, ভাগ্যিস রাবণ আমাকে হরণ করে নিয়ে গেছিল। যদি তোমার চ্যালাগুলো আমাকে হরণ করে নিয়ে যেতো, তাহলে আমার উত্তরপ্রদেশের হাথরসের ধর্ষিতা মেয়েটির মতো অবস্থা হত।”
এখন দিনের টাটকা তাজা খবর আপনার হাতের কাছে পেতে এই লিঙ্কে ক্লিক করুন— https://chat.whatsapp.com/LnGqZu86Wei9CsNCSPuwBO