এএনএম নিউজ ডেস্ক: সুপ্রিম কোর্ট ইতিমধ্যেই বিতর্কিত কেন্দ্রীয় কৃষি আইনে স্থগিতাদেশ জারি করে পর্যালোচনার জন্য কমিটি তৈরির নির্দেশ দিয়েছে। যদিও কৃষকদের দাবি, কমিটিতে যাদের রাখা হয়েছে,তারা সবাই কৃষি আইনের সমর্থক। তাই তারা কমিটির সামনে যাবে না।
এই আইনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ তৈরী হয়েছে হরিয়ানায়। কৃষকরা নিশানা করেছে রাজ্যে ক্ষমতাসীন বিজেপি-জননায়ক জনতা পার্টি (জেজেপি) জোটকে।এবার হরিয়ানার ৬০টির ওপর গ্রামের বাসিন্দারা জানিয়ে দিলেন, তাঁদের এলাকায় ঢুকতে পারবেন না বিজেপি ও জেজেপি নেতারা। গ্রামবাসীরা ও একাধিক খাপ পঞ্চায়েত, কৃষি আইন সমর্থন করায় বিজেপি, জেজেপি নেতা, মন্ত্রীদের বয়কটের ডাক দিয়ে প্রস্তাব গ্রহণ করেছেন।
উল্লেখ্য, কয়েকদিন আগে রাজ্যের মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টারের সভায় চড়াও হয়ে ভাঙচুর চালায় কৃষকরা, যার জেরে শেষ পর্যন্ত অনুষ্ঠানটাই বানচাল হয়ে যায়। তিনটি কৃষি আইনের নানা ‘উপকার’, ‘সুবিধা’ কৃষকদের ব্যাখ্যা করে বোঝাতেই কিষাণ মহাপঞ্চায়েত বসানো হয়েছিল।
এখন দিনের টাটকা তাজা খবর আপনার হাতের কাছে পেতে এই লিঙ্কে ক্লিক করুন— https://chat.whatsapp.com/LnGqZu86Wei9CsNCSPuwBO