এএনএম নিউজ ডেস্কঃ আমেরিকায় ঘটে গেল বিরল ঘটনা। ৭০ বছর পরে আমেরিকায় কোনও মহিলার মৃত্যুদণ্ড দেওয়া হল। লিসা মন্টেগোমারি নামের ওই মহিলাকে মৃত্যুদণ্ড দেওয়া হল। শরীরে বিষাক্ত ইঞ্জেকশন দিয়ে লিসার মৃত্যু কার্যকর করল মার্কিন প্রশাসন।
কী ছিল লিসার অপরাধ?
পঞ্চাশোর্ধ্ব লিসা ২০০৪ সালে মিসৌরিতে এক অন্তঃসত্ত্বা মহিলাকে শ্বাসরোধ করে খুন করেন। এরপর তাঁর পেট কেটে গর্ভস্থ ভ্রূণকে বের করে এনে তাকে হত্যার চেষ্টা করে। কিন্তু শেষ পর্যন্ত প্রাণে বেঁচে যায় শিশুটি। লিজার আইনজীবীদের দাবি ছিল, সে মানসিক ভাবে অসুস্থ। ছোটবেলায় তার সৎ বাবা ও তার বন্ধুরা মিলে তাকে গণধর্ষণ করেছিল। এই প্রমাণ দেখিয়ে তাঁর আইনজীবীরা তাঁকে শাস্তি থেকে আড়াল করতে সক্ষম হন। কিন্তু পরে লিসার প্রকৃত অপরাধ প্রমাণিত হয়।
আরও পোস্টঃ http://anmnews.in/?p=166119 / http://anmnews.in/?p=166117
ANM NEWS WhatsApp Group| এখন দিনের টাটকা তাজা খবর আপনার হাতের কাছে পেতে এই লিঙ্কে ক্লিক করুন— https://chat.whatsapp.com/LnGqZu86Wei9CsNCSPuwBO