নিজস্ব প্রতিনিধিঃ জনসভাস্থলে কোনও নিরাপত্তা নেই। যাতায়াতের পথে হামলা হচ্ছে। লাগাতার আসছে হুমকি। এমনটা চলতে থাকলে প্রাণ সংশয়ের আশঙ্কা থেকে যাচ্ছে। এমনই দাবিতে পুলিশি নিরাপত্তা চেয়ে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন শুভেন্দু অধিকারী। এমনিতেই কেন্দ্রের তরফে জেড ক্যাটাগরির নিরাপত্তা পান শুভেন্দু অধিকারী৷
মামলায় শুভেন্দু অধিকারীর দাবি, সম্প্রতি তিনি একাধিক জনসভা করেছেন। সভাস্থলে যাওয়া ও আসার পথে একাধিকবার তাঁর গাড়িতে হামলা চালানো হয়েছে। সমস্তটাই পরিকল্পনা ও চক্রান্ত করে করা হচ্ছে বলে অভিযোগ। তাঁর দাবি, আইনশৃঙ্খলা যেহেতু রাজ্যের বিষয় তাই জনসভাস্থল ও সভাস্থলে যাওয়া ও আসার পথের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে হবে রাজ্য সরকারকে। আগামী সপ্তাহে মামলার শুনানির সম্ভাবনা বলে আদালত সূত্রে খবর।
আরও পোস্টঃ http://anmnews.in/?p=166119 / http://anmnews.in/?p=166117
ANM NEWS WhatsApp Group| এখন দিনের টাটকা তাজা খবর আপনার হাতের কাছে পেতে এই লিঙ্কে ক্লিক করুন— https://chat.whatsapp.com/LnGqZu86Wei9CsNCSPuwBO