নিজস্ব প্রতিনিধি : সিডনি টেস্টের শেষদিনে হনুমা বিহারী–রবিচন্দ্রন অশ্বিনের চোয়ালচাপা লড়াইকে কুর্নিশ জানিয়েছে ক্রিকেট বিশ্ব। কিন্তু ম্যাচের পরই হনুমার ‘স্লো’ ব্যাটিং নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন BJP সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। যা নিয়ে নেটিজেনদের কটাক্ষের মুখে পড়তে হয়েছিল বাবুলকে। এবার মন্ত্রীর টুইটে প্রতিক্রিয়া দিলেন বিহারী নিজেও। যা আবার নেটদুনিয়ায় ভাইরালও হল। টুইটে বাবুল তাঁর নামের বানান ভুল লিখেছিলেন, সেটাই শুধরে দেন হনুমা।সংক্ষেপে টুইটের নিচে মন্তব্য করেন, ‘‘*Hanuma Vihari’’। হনুমার এই মন্তব্যটিও মুহূর্তে ভাইরাল হয়। ‘সেরা জবাব’, এমনটাই লেখেন নেটিজেনরাও।
আরও খবরঃ https://anmnews.in/?p=165876