এএনএম নিউজ ডেস্ক:বেআইনি আর্থিক লেনদেন মামলায় তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সাংসদ কে ডি সিং-কে গ্রেফতার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। বুধবার তাঁকে দিল্লি থেকে গ্রেফতার করা হয়েছে। সূত্রের খবর অনুযায়ী, জিজ্ঞাসাবাদের জন্য রাজ্যসভার প্রাক্তন সাংসদকে মঙ্গলবার ডাকা হয়েছিল। দীর্ঘক্ষণ তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। তাঁর থেকে বিভিন্ন নথি চাওয়া হয়। একইসঙ্গে তাঁকে বুধবার আরও এক দফায় ডাকা হয়। কিন্তু সেখানে তিনি নথি পেশ করতে পারেননি, তারপরই তাকে গ্রেফতার করা হয়। আজকেই আদালতে তোলার সম্ভাবনা।সূত্রের খবর, অ্যালকেমিস্ট গ্রুপের কর্ণধারের বিরুদ্ধে ২৩৯ কোটি টাকার আর্থিক প্রতারণার অভিযোগ উঠেছে।
এখন দিনের টাটকা তাজা খবর আপনার হাতের কাছে পেতে এই লিঙ্কে ক্লিক করুন— https://chat.whatsapp.com/LnGqZu86Wei9CsNCSPuwBO