নিজস্ব প্রতিনিধিঃ আলিপুর দুয়ার তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি নিরঞ্জন দাসকে বহিষ্কার করল তৃণমূল কংগ্রেস। একই সঙ্গে বহিষ্কার করা হয়েছে ফালাকাটা ব্লকের তৃণমূলের সাধারণ সম্পাদক সঞ্জয় দাসকে। আলিপুর দুয়ার তৃণমূলের সভাপতি মৃদুল গোস্বামী জানান, “দল বিরোধী কাজের জন্য এই দু’জনকে বহিষ্কার করা হল।”
আরও পড়ুন https://anmnews.in/?p=146538 / https://anmnews.in/?p=146530