নিজস্ব প্রতিনিধিঃ করোনার কামড় কিছুমাত্র কমেনি। এই অবস্থায় চলতি বছরে আর কলেজ-বিশ্ববিদ্যালয় খোলার ঝুঁকি নিতে চাইছে না রাজ্য সরকার। ফলে এ বছর আর সশরীরে হাজির থেকে ক্লাস করা হবে না। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, ‘‘আপাতত অনলাইনেই চলবে পড়াশোনা। বোঝা কমানো হবে পাঠ্যক্রমের। কোন বিষয়ের কোন অংশে কতটা সিলেবাস কমানো যায়, সেই ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে বিশ্ববিদ্যালয়গুলিকেই। প্রথম সেমিস্টার অনলাইনে নেওয়ার পরিকল্পনা রয়েছে। ’’
আরো পোস্ট-https://anmnews.in/?p=146441