নিজস্ব প্রতিনিধিঃ দিল্লির কৃষক আন্দোলনের আঁচ রাজ্যে এলো।অখিল ভারতীয় কিষাণ সংঘর্ষ সমন্বয় সমিতির ডাকে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে রাজভবন অভিযান । ১ , ২ ডিসেম্বর জেলায় জেলায় প্রতিবাদ সভা ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপুতুল পোড়ানো হবে।৩, ৪ ও ৫ ডিসেম্বর জেলায় জেলায় গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ। সমিতির তরফে কার্তিক পাল ও অমল হালদার এই কথা বিবৃতির মাধ্যমে জানিয়েছেন । তাঁরা জানান, “রাজ্য বিধানসভায় কেন্দ্রের কৃষি আইনের বিরুদ্ধে প্রস্তাব আনতে হবে, পাশাপাশি কেন্দ্রীয় আইনের পাল্টা আইন আনতে হবে।”
আরও পড়ুন https://anmnews.in/?p=146519 / https://anmnews.in/?p=146512