নিজস্ব প্রতিনিধিঃ বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে “খোকাবাবু” বলেছেন। দিলীপ ঘোষের এই কটাক্ষের জবাব দিয়েছেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। তিনি সোমবার বলেছেন, “অভিষেকের সাহস আছে দেখেই নাম করে বলেছে। অন্যায় কিছু করেনি। দিলীপবাবু হলেন পাগলাবাবু। দিলীপ ঘোষ একজন মস্তিষ্কবিকৃত লোক। এভাবে কেন তিনি বিকৃত মানুষের পরিচয় দিচ্ছেন? এতে আমাদেরই লাভ হচ্ছে।”
আরও পড়ুন https://anmnews.in/?p=146512 / https://anmnews.in/?p=146511