এএনএম নিউজ ডেস্ক: রাস্তাঘাট কিংবা ময়লা আবর্জনা সবখানেই বই খুঁজে বেড়ান তিনি। সেগুলো পরিষ্কার করে নতুন করে জুড়ে দেন মলাট। এতে যেন প্রাণ ফিরে পায় বই, পরে তা ছড়িয়ে দেন অসহায় মানুষের দোরগোড়ায়। কুড়িয়ে পাওয়া এমন লাখ লাখ বই থেকে পাঠাগার গড়েছেন জর্ডনের এক বৃদ্ধ।
সকালে ঘুম থেকে উঠেই পরিত্যক্ত বই সংগ্রহের উদ্দেশে বেরিয়ে পড়েন ৭০ বছর বয়সী আবু যাকারিয়া। রাস্তা-ঘাট, ময়লার ভাগাড় কিংবা লোকজনের বাড়িতে ঘুরে ঘুরে বই সংগ্রহ করেন তিনি। বিশেষ করে স্কুলের বই ও পবিত্র কোরআন শরীফ সংগ্রহ করে তা সাধারণ জর্ডনবাসীর জন্য সহজলভ্য করাই তার উদ্দেশ্য।
বইয়ের প্রতি এমন ভালোবাসা থেকেই ১৯৭০ সাল থেকে এ পর্যন্ত এক লাখের বেশি বই সংগ্রহ করেছেন আবু যাকারিয়া। তার ছোট্ট পাঠাগারে প্রায় তিন হাজারের মতো বই রয়েছে।
আরোও পড়ুন:হেলমেট না পরায় বাইক আরোহীকে জুতো ছুঁড়ে মারল পুলিশ (ভিডিও)