এএনএম নিউজ ডেস্ক: কাউকে ভালোবাসলে সবার সামনে স্বীকার করার ব্যাপারে যুগলদের মাঝে সবসময় তর্কবিতর্ক লেগেই থাকে। আর তা যদি দর্শকভরা গ্যালারি আর তাক করা ক্যামেরার সামনে হয়। তাহলে তো কোনো কথাই নেই। ঠিক এমনটাই হলো ভারত বনাম অস্ট্রেলিয়ার ম্যাচ চলাকালীন সিডনি স্টেডিয়ামে ।ভারত বনাম অস্ট্রেলিয়ার দ্বিতীয় ওয়ানডে ম্যাচ চলাকালীন যখন ভারতীয় ক্রিকেট দল ব্যাটিং করছিল তখন ক্যামেরায় ধরা পড়ল এমন দৃশ্য। এক ভারতীয় ক্রিকেট ভক্ত সরাসরি প্রেম নিবেদন করে বসলো এক অজি মহিলা সমার্থককে। তারপরই তরুণীর আঙ্গুলে আংটি পড়িয়ে দিলেন ওই ভারতীয় সমর্থক। ম্যাচ না জিতলেও তরুণীর মন জয় করেছে এই ভারতীয়। মুহূর্তে ভাইরাল হয়ে যায় সেই ভিডিও।
Finally an Indian has won something in Australia on this tour .#AUSvIND pic.twitter.com/6KusQXbL5P
— Abhishek Singh (@abhis1ngh) November 29, 2020
আরোও পড়ুন: