দিগ্বিজয় মাহালি, পশ্চিম মেদিনীপুর: শীতকাল আসতেই মনে পড়ে মাঠজুড়ে ছেলেদে দাপট। বিভিন্ন টুর্নামেন্ট ও ম্যাচের জন্যে সকাল থেকেই হইচই পাড়ায় পাড়ায়। আজ পশ্চিম মেদিনীপুর জেলায় ডেবরা ব্লকের বালিচক ভজহরি বিদ্যালয়ের মাঠের প্রীতি ফুটবল ম্যাচ আয়োজিত হলো. প্রতিযোগিতায় অংশ নিলো ডেবরা পঞ্চায়েত সমিতি একাদশ এবং ডেবরা থানা একাদশ। দুপুরে উদ্বোধন করা হলো ম্যাচের।
মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে এএনএম নিউজ।
আরো পোস্ট-https://anmnews.in/?p=145999