এএনএম নিউজ ডেস্ক: এক একটি পরিবারকে বছরে ১৪.২ কেজির ১২টি রান্নার গ্যাস সিলিন্ডারে ভর্তুকি দেয় কেন্দ্র। বাজার দরে সিলিন্ডার কেনার পরে গ্রাহকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি সেই টাকা জমা পড়ে। কিন্তু ভারত পেট্রোলিয়াম বেসরকারি মালিকানাধীন হয়ে গেলে কি গ্রাহকদের রান্নার গ্যাসের ভর্তুকি থাকবে ?তা নিয়ে নানা জল্পনা। এ দিন এক সাক্ষাৎকারে তেলমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান সব ধোঁয়াশা কাটালেন। তিনি বলেন, বেসরকারিকরণের পরেও গ্রাহকদের অ্যাকাউন্টে সরাসরি ভর্তুকি জারি রাখবে কেন্দ্র। বিপিসিএলের গ্রাহকেরা এখনকার মতোই ভর্তুকির সুবিধা পাবেন।
আরোও পড়ুন:ভ্যাকসিন তৈরির কাজের অগ্রগতি খতিয়ে দেখতে তিনটি সংস্থাতেই যাবেন প্রধানমন্ত্রী