এএনএম নিউজ ডেস্ক: তুমুল ঝড়ে সিটিয়ে বসে আছে পোষ্য। এক অজানা ভয়ে নিজেকে লুকিয়ে রাখার চেষ্টা করছে। এই অবস্থায় যদি সামান্য একটু ভালবাসা মেলে! সম্প্রতি এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় , যেখানে একরত্তি শিশু তার প্রিয় পোষ্যকে সান্ত্বনা দিচ্ছে। ভিডিওটিকে স্পষ্ট শোনা যাচ্ছে বাইরের বিদ্যুতের শব্দ। এই অবস্থায় এক দুধের শিশু তার ভয় দূর করার যাবতীয় চেষ্টা চালিয়ে যাচ্ছে। সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি আসতেই নেটিজেনরা মুগ্ধতা প্রকাশ করতে শুরু করেছে। এই দৃশ্য মানুষের সঙ্গে অন্যান্য প্রাণের সম্পর্কের প্রাচীন রসায়নটাই তুলে ধরছে যেন। দেখুন ভিডিওটি-
Well, this little guy is comforting his buddy during a thunderstorm……awwwwww
Sound on ❤️💕❤️💕❤️ pic.twitter.com/FglkI9dbOl
— 💜CORY💜 (@Cory__1077) March 14, 2020
আরোও পড়ুন: