এএনএম নিউজ ডেস্কঃ আইনি নোটিস, সোশ্যাল মিডিয়ায় বিক্ষোভের জেরে পালটানো হয়েছিল অক্ষয় কুমার অভিনীত সিনেমা ‘লক্ষ্মী বম্ব’-এর নাম। ছবির নতুন নাম হয়েছিল ‘লক্ষ্মী’ । এবার পালটানো হল অক্ষয় প্রযোজিত ছবির নাম। ‘দুর্গাবতী’র নাম হল ‘দুর্গামতী’। সোমবারই প্রকাশ্যে এসেছে ভূমি পেডনেকর অভিনীত ‘দুর্গামতী’র পোস্টার।
Are you ready?.
Meet #DurgamatiOnPrime on Dec 11, @PrimeVideoIN@bhumipednekar @ashokdirector2 #BhushanKumar @vikramix @TSeries @Abundantia_Ent @ArshadWarsi @Jisshusengupta @MahieGillOnline @KapadiaKaran @ShikhaaSharma03 @Babitaashiwal pic.twitter.com/T175pKTKUx— Akshay Kumar (@akshaykumar) November 23, 2020
তেলুগু হিট ‘ভাগমতী’র অফিশিয়াল হিন্দি রিমেক এই ছবি। ‘ভাগমতী’র পরিচালক জি. অশোকই হিন্দি ছবিটি পরিচালনা করেছেন। চলতি বছরের জানুয়ারি মাসেই ছবির শুটিং শুরু করেছিলেন ভূমি পেডনেকর। পরে শুটিংয়ে যোগ দিয়েছিলেন যিশু সেনগুপ্ত। এছাড়াও রয়েছেন আরশাদ ওয়ারসি, মাহি গিল ও করণ কাপাডিয়া। অক্ষয়ের সঙ্গে ছবিটি প্রযোজনা করেছেন ভূষণ কুমার, কৃষাণ কুমার এবং বিক্রম মালহোত্রা।
১১ ডিসেম্বর OTT প্ল্যাটফর্মে ছবিটি মুক্তির কিছুদিন আগেই কেন পালটে দেওয়া হল নাম? সেই প্রশ্নের উত্তর এখনও মেলেনি। তবে শোনা যাচ্ছে, ‘লক্ষ্মী’ সিনেমার অভিজ্ঞতার পর থেকে নাম নিয়ে একটু বেশিই সাবধানী অক্ষয় এবং তাঁর প্রযোজক সঙ্গীরা। এবার আর কোনও বিতর্ক চান না তাঁরা। সেই কারণেই ছবির নাম বদলানো হয়েছে।
आ रही है… #DURGAMATI #11thDecember #DurgamatiOnPrime @PrimeVideoIN@akshaykumar @ashokdirector2 #BhushanKumar @vikramix @TSeries @Abundantia_Ent @ArshadWarsi @Jisshusengupta @MahieGillOnline @KapadiaKaran @ShikhaaSharma03 @Babitaashiwal pic.twitter.com/G5xDWl4uha
— bhumi pednekar (@bhumipednekar) November 23, 2020