এএনএম নিউজ ডেস্কঃ বিপাকে পড়তে পারেন ইংলিশ ফুটবলার ডারনেল ফিসার। অভিযোগ, ফুটবল চলার মধ্যেই বিরোধী প্লেয়ারের গোপনাঙ্গে হাত দেন তিনি। আর তা পরিস্কারভাবে ক্যামেরায় ধরা পড়ে। যা নিয়ে বিতর্ক শুরু হতেই নড়েচড়ে বসে ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন ‘এফএ’। বিপক্ষের খেলোয়াড় ছিলেন কালাম প্যাটারসনের। আর এই বিষয়টি রেফারিকে দেখানোরও চেষ্টা করেন কালাম। এই অভিযোগে নির্বাসিতও হতে পারেন ফিসার।
Sorry, what? 🤨 pic.twitter.com/PizBliU1Cg
— Joe Crann (@YesWeCrann) November 21, 2020
আরও খবরঃ https://anmnews.in/?p=142480 / https://anmnews.in/?p=142486