গম্ভীর অভিযোগ তৃণমূল বিধায়কের বিরুদ্ধে, জেলে যাওয়ার ব্যবস্থা করল কমিশন

জেল ও জরিমানা হতে পারে হমিদুল রহমানের।

author-image
Atreyee Chowdhury Sanyal
আপডেট করা হয়েছে
New Update
hamidul.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: চোপড়ায় তৃণমূল বিধায়কের বিরুদ্ধে ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগ সামনে এসেছিল আগেই। তৃণমূলের বিধায়ক হামিদুল রহমানের বিরুদ্ধে উঠেছিল এই অভিযোগ। এমনকি অভিযোগ জমা পড়েছিল জাতীয় নির্বাচন কমিশনের কাছেও।

আর এবার তৃণমূল বিধায়ক হামিদুল রহমানের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করার নির্দেশ দিল জাতীয় নির্বাচন কমিশন।

উল্লেখ্য, গত ১০ এপ্রিল তৃণমূল বিধায়কের মন্তব্যের রিপোর্ট চায় নির্বাচন কমিশন। আর সর্বদিক বিচার বিবেচনা করে দেখা গিয়েছে তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ সত্য। তাই এবার তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছে কমিশন। সেকসন 171F, ভারতীয় দণ্ডবিধির 506 ধারা ও 135A(C) ধারা এবং জনপ্রতিনিধিত্ব আইন অনুযায়ী ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে কমিশন। সেক্ষেত্রে জেল ও জরিমানা হতে পারে হমিদুল রহমানের।

 Hamidul-mcc.jpg

hami tmc.jpg

Add 1