মহাসঙ্কটে ম্যানগ্রোভ অরণ্যভূমি

সুন্দরবনের ম্যানগ্রোভ ইকোসিস্টেমে প্রভাব পড়ছে।

author-image
Adrita
আপডেট করা হয়েছে
New Update
বগ

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ মহাসংকটে বদ্বীপ নগরী সুন্দরবন। পরিবেশবিদ মারফত জানা গিয়েছে যে, সুন্দরবন এলাকায় বায়ু দূষণের মাত্রা তুমুলভাবে বেড়ে গিয়েছে। পরিবেশবিদরা জানিয়েছেন যে, সুন্দরবনের বাতাসে প্রবল ভাবে মিশে গিয়েছে কার্বন ডাই-অক্সাইড। 

India: How water crisis is haunting Sundarban residents – DW – 03/17/2023

পরিবেশবিদরা আরও জানিয়েছেন যে, সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্যের পরিমাণ অনেক অংশে কম হয়ে গিয়েছে। যার ফলে দূষিত কার্বন ডাই অক্সাইড রোধ করা কার্যত অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে। সুন্দরবনের বায়ু দূষণের ফলে আশেপাশের জীব বৈচিত্রের মধ্যেও এর প্রভাব লক্ষ্য করা যাচ্ছে।



Mangroves: The Climate Crisis' Unsung Heroes

Add 1